কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমেছে কি না বুঝবেন যে লক্ষণে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ মার্চ ২০২২, ১০:০২

হিমোগ্লোবিন কী?


হিমোগ্লোবিন আসলে লাল রক্ত কণিকায় থাকা একটি প্রোটিন। এর কাজ শরীরের কোষ ও টিস্যুতে অক্সিজেন বহন করা। হিমোগ্লোবিন স্বল্পমাত্রাকে বলা হয় হিমোগ্লোবিনের অভাব। রক্তপরীক্ষার মাধ্যমে এটি সহজেই নির্ণয় করা যায়।


হিমোগ্লোবিনের অভাবের লক্ষণ কী কী?


সাধারণত হিমোগ্লোবিনের সংখ্যা যদি স্বাভাবিকের চেয়ে সামান্য কমে যায় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি তা টের পান না। তবে এটি বেশি কমে গেলে দেখা দেয় বিভিন্ন উপসর্গ-


>> ক্লান্তি
>> দূর্বলতা
>> মাথা ঘোরা
>> বুক ধড়ফড়ানি
>> ফ্যাকাসে চামড়া
>> শ্বাসকষ্ট
>> শক্তি হারানো
>> ফ্যাকাশে ত্বক ও নখ
>> চুল পড়া
>> হাঁটতে কষ্ট
>> পায়ের পাতা ফোলা ইত্যাদি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও