ইনস্টাগ্রাম স্টোরিজে আসছে ভয়েস রিপ্লাই সুবিধা
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ১৮:৩২
                        
                    
                ইনস্টাগ্রামের স্টোরিজে পরিচিত-অপরিচিত ব্যক্তিদের ভিডিও দেখেন অনেকেই। আকারে ছোট ভিডিওগুলো দেখে ভালো লাগলে বার্তা, ইমোজি এবং জিআইএফের মাধ্যমে প্রতিক্রিয়া জানানো যায়।
কিন্তু এতে মনের ভাব ঠিকমতো বোঝানো যায় না। এ সমস্যার সমাধানে স্টোরিজে ছবি ও মুখের কথা রেকর্ড করে রিপ্লাই দেওয়ার সুবিধা চালু করছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। এ সুবিধা চালু হলে বিভিন্ন ছবি এবং মুখের কথা রেকর্ড করে স্টোরিজ ভিডিওগুলোর বিষয়ে নিজেদের মনের ভাব তুলে ধরার সুযোগ মিলবে।
- ট্যাগ:
 - প্রযুক্তি
 - নতুন ফিচার
 - ফিচার
 - ভয়েস মেসেজ