‘সেচ না পেয়ে আত্মহত্যা’, তদন্তে কৃষি মন্ত্রণালয়
রাজশাহীতে ধানের জমিতে ‘সেচের পানি না পেয়ে’ দুই কৃষকের ‘আত্মহত্যার’ ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সার ব্যবস্থাপনা ও মনিটরিং) আবু জুবাইর হোসেন বাবুলকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে রাজশাহী জেলা প্রশাসনের একজন প্রতিনিধি, বিএডিসি নাটোর জেলার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ও বিএডিসি নওগাঁ জেলার নির্বাহী প্রকৌশলী মো. সমশের আলী সদস্য হিসেবে রয়েছেন।
কৃষি সচিব মো. ছায়েদুল ইসলাম মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে বলেন, কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
“আমি কৃষকদের সাথে কথা বলেছি, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহীর সাথেও কথা বলেছি। সাথে সাথে আমাদের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে বিএসডিএর একজন কর্মকর্তা, বিএডিসির কর্মকর্তা, জেলা প্রশাসকের কর্মকর্তাসহ মোট ৪ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছি।
“কমিটি এ মুহূর্তে মাঠে চলে গেছেন। তারা তদন্ত করছেন, পাশাপাশি পুলিশও তদন্ত করছে।”
গত ২৩ মার্চ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘটু গ্রামের কৃষক অভিনাথ মার্ডি ও তার চাচাতো ভাই রবি মার্ডি ‘বিষপান’ করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। ওইদিন রাত ৯টার দিকে অভিনাথ মার্ডি বাড়িতেই মারা যান।