রাসায়নিক ও জীবাণু অস্ত্র কতটা ভয়ঙ্কর?
ইউক্রেনে কি রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহার হতে পারে, সম্প্রতি এমন প্রশ্ন উঠেছে। রাসায়নিক অস্ত্র আসলে কী? আর জীবাণু অস্ত্রই বা কোনগুলোকে বুঝানো হচ্ছে?
রাশিয়া দাবি করছে যে ইউক্রেন রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির পরিকল্পনা করছে। এ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠকও বসেছিল কদিন আগে।
তবে রাশিয়ার এমন দাবি ‘ফলস ফ্ল্যাগ’ বলে নাকচ করে দেয়া হয়েছে।
অন্যদিকে ইউক্রেন বলছে রাশিয়ার এমন দাবির অর্থ হলো- নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা।
ইউক্রেন আরো বলেছে রাশিয়ার মূল উদ্দেশ্য ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনাকে প্রাসঙ্গিক করে তোলা।
আর রাশিয়ার এমন দাবির প্রেক্ষিতে রাসায়নিক ও জীবাণু অস্ত্রের বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো রাসায়নিক অস্ত্র নিয়ে রাশিয়াকে হুঁশিয়ার করেছেন।