রঙিন সুতার পুরিন্দা
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা গ্রামের সর্বত্রই চোখে পড়ে শুকাতে দেয়া সারি সারি রঙিন সুতা। বাড়িতে বাড়িতে সারাদিন চলে সুতা রাঙানোর কাজ।
নারায়ণগঞ্জের বিভিন্ন কারখানার মালিকরা সাদা সুতা রঙে ছোপাতে নিয়ে যান পুরিন্দা গ্রামের মহাজনদের কাছে।
শ্রমিকরা প্রথমে সুতাগুলো সাবান মেশানো গরম পানিতে ভালো করে ধুয়ে নেন।
রঙ ও রাসায়নিক মিশ্রিত পানিতে পা দিয়ে কয়েক ধাপে সুতায় রঙ মাখান শ্রমিকরা।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- কারখানা শ্রমিক
- সুতা