এনটিভির সাংবাদিক জাহিদুর রহমানের সন্ধান মিলেছে

এনটিভি লিবিয়া প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ২০:০৫

লিবিয়া ভ্রমণে গিয়ে পাঁচ দিন নিখোঁজ থাকার পর সন্ধান মিলেছে এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমানের। একই সঙ্গে সন্ধান মিলেছে সঙ্গে থাকা প্রকৌশলী সাইফুল ইসলাম টিপু ও গাড়িচালক লিবিয়ার নাগরিক মোহাম্মদ খালেদেরও। আজ সোমবার রাতে এনটিভিকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।


এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান অফিস থেকে ছুটি নিয়ে ব্যক্তিগত সফরে গত ৪ মার্চ যুক্তরাজ্য যান। এরপর লিবিয়া ভ্রমণে গিয়ে গত সপ্তাহের সোমবার (২১ মার্চ) দেশটির রাজধানীর ত্রিপোলিতে পৌঁছান সাংবাদিক জাহিদুর রহমান। পরদিন মঙ্গলবার দুপুরে লিবিয়ার রাজধানী ত্রিপোলির ময়দানে সোহাদা নামে পরিচিত গ্রিন স্কোয়ারে গিয়ে ছবি তোলেন। গ্রিন স্কোয়ারে লিবিয়ায় জাতীয় পতাকা হাতে এক বৃদ্ধের সঙ্গে তিনি ছবিও পোস্ট করেন নিজের ফেসবুকে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন লিবিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম টিপু এবং তাদের লিবিয়ান গাড়িচালক মোহাম্মদ খালেদ। পরদিন ২৩ মার্চ জাহিদুর রহমান দুপুর ১টা ৪৯ মিনিটে কোরিনথিয়া হোটেল থেকে একটি স্ট্যাটাস দেন। তারপর থেকে তাঁকে আর সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় দেখা যায়নি। এরপর পাঁচদিন নিখোঁজ ছিলেন সাংবাদিক জাহিদ।


নিখোঁজ হওয়ার পর এনটিভির পক্ষ থেকে জাহিদের সন্ধানে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। সবশেষ সোমবার সন্ধ্যায় নিখোঁজের পাঁচ দিনের মাথায় তাঁর সন্ধানের খবর দেন পররাষ্ট্রমন্ত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও