জন্ডিসে আক্রান্ত কি না বুঝে নিন ৩ লক্ষণে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ০৯:৩৮

গরম পড়তেই শারীরিক বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন অনেকেই। হজমজনিত সমস্যা থেকে শুরু করে পেটের গোলমাল বেড়েছে সবার মধ্যেই। এমনকি ডায়রিয়ার প্রকোপও অনেকে বেড়েছে। আর পেটের নানাবিধ সমস্যা থেকেই জন্ম নেয় জন্ডিসের মতো রোগ। চিকিৎসকদের মতে, মূলত খাদ্য ও পানীয় থেকেই এ রোগের জীবাণু শরীরে প্রবেশ করে। রক্তে হলুদ রঙের পিত্ত বিলিরুবিন বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। বিলিরুবিন শরীরের স্বাভাবিক রক্তচলাচলে বাঁধা সৃষ্টি করে।


জন্ডিস যদিও কোনো অসুখ নয়, এটি আসলে একটি অবস্থার নাম। অসুখটি মূলত হেপাটাইটিস। এর ভাইরাস সরাসরি লিভারকে আক্রমণ করে। এর লক্ষণও অনেক সময়ে খুব সহজে ধরা পড়ে না। এমনকি বেশি পানি খেলেও লক্ষণ প্রকাশ পায় না। আর দীর্ঘদিন জন্ডিসে ভুগলে তা লিভার নষ্টও করে দিতে পারে। তাই কয়েকটি জন্ডিসের কয়েকটি দেখেই প্রাথমিক অবস্থায় সতর্ক হন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও