চেঙ্গিস খানের বংশধরদের লক্ষ্য সিলেট জয়
বাংলাদেশ দলের অনুশীলন শেষে হঠাৎ দেখা গেল মিডফিল্ডার সোহেল রানা দৌড়ে পালাচ্ছেন। তাঁকে ধাওয়া করছেন কয়েকজন সতীর্থ। একপর্যায়ে গ্রিল টপকে গ্যালারিতে আশ্রয় খুঁজেও শেষ রক্ষা হলো না সোহেলের। ধরা পড়লেন ঠিকই। ব্যাপার কী?
কাল ছিল সোহেল রানার জন্মদিন। সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে সোহেলকে তাই পাকড়াও করে সতীর্থরা ডিম, ময়দা ইত্যাদি মুখে মাখিয়ে একাকার করে দিলেন। ততক্ষণে অনুশীলনের জন্য মাঠে চলে আসা মঙ্গোলিয়া দল প্রতিপক্ষ খেলোয়াড়দের এই খুনসুটি দেখে হয়তো মজাই পেয়েছে।
এই সিলেট জেলা স্টেডিয়ামেই ২৯ মার্চ বাংলাদেশের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার জাপানি কোচ ইচিরো ওসোকার লক্ষ্য জয়। সেটা অসম্ভবও নয়। এমনকি র্যাঙ্কিংয়ে তো বাংলাদেশের চেয়ে ২ ধাপ এগিয়েই মঙ্গোলিয়া (১৮৪)!