কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লস অ্যাঞ্জেলসে বসলো অস্কারের ৯৪তম আসর

জাগো নিউজ ২৪ লস অ্যাঞ্জেলস প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ০৮:৪৯

বাংলাদেশ সময় রোববার (২৮ মার্চ) সকাল ৬টায় শুরু হয়েছে চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের ৯৪তম আসর। করোনা মহামারির কারণে এক মাস পিছিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর।


এ বছর অনুষ্ঠানের শুরুতেই ঘোষণা করা হয় সেরা পার্শ্ব অভিনেত্রীর নাম। এবার পুরস্কারটি জিতেছেন আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)। এ বিভাগের মনোনয়নে আরও ছিলেন জেসি বাকলি (দ্য লস্ট ডটার), ডেঞ্চ (বেলফাস্ট), কির্স্টেন ডান্সট (দ্য পাওয়ার অব দ্য ডগ) ও আনজানু এলিস (কিং রিচার্ড)।


এরপর ঘোষণা করা হয় সেরা সিনেমাটোগ্রাফি বিভাগের পুরস্কার। এবার ‘ডুন’ ছবির জন্য পুরস্কারটি জিতেছেন গ্রেইগ ফ্রেজার। এ বিভাগের মনোনয়ন তালিকায় আরও ছিল নাইটমেয়ার অ্যালে, ওয়েস্ট সাইড স্টোরি, দ্য পাওয়ার অব ডগ ও দ্য ট্রাজেডি অব ম্যাকবেথ। এবারের অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করছেন কমেডিয়ান ওয়ান্ডা স্কাইস, অ্যামি ‍সুমার এবং অভিনেত্রী রেজিনা হল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও