You have reached your daily news limit

Please log in to continue


বছরের দ্বিতীয় অধিবেশন বসছে আজ

একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার। এদিন বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন বসবে। গত ৯ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সচিবালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের দ্বিতীয় এ অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। এরপর শুরু হবে বাজেট অধিবেশন। এদিকে অধিবেশনকে কেন্দ্র করে সংসদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। অধিবেশনে অংশগ্রহণকারী সংসদ সদস্যদের করোনা পরীক্ষারও ব্যবস্থা নেয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও করোনা পরীক্ষা করে সংসদে প্রবেশ করতে হবে। নিয়ম অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন ডাকতে হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন