কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে হবে কঠিন চ্যালেঞ্জ : জাম্পা

আগামী মঙ্গলবার থেকে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অস্ট্রেলিয়ার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে মনে করছেন সফরকারী দলের স্পিনার এডাম জাম্পা। গত শুক্রবার লাহোরে শেষ হওয়া  সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি ১১৫ রানে জিতে নেয় অস্ট্রেলিয়া। ফলে তিন ম্যাচের টেস্ট সিরিজ তারা ১-০ ব্যবধানে জিতে নেয়। ওয়ানডে সিরিজের দলের উপরের সারির একাধিক ক্রিকেটারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া।

বিভিন্ন কারণে দলে নেই ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক এবং গ্লেন ম্যাক্সওয়েল। কনুইয়ের পুরনো ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে পড়েন স্মিথ।   তবে জাম্পা মনে করেন, একটি দল তৈরি করার এটি সেরা সুযোগ। তিনি বলেন, 'এটি একটি কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। তবে এখান থেকে আপনি যা পেতে পারেন তা হচ্ছে- এখান থেকে আপনার কিছু প্রাপ্তি যোগ হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন