পদ্মা সেতুতে পিচ ঢালাইয়ের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে পিডিএল
বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর পিচ ঢালাইয়ের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আর এ পিচ ঢালাইয়ের কাজের মাধ্যমে শেষ হবে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ। পদ্মা সেতুতে পিচ ঢালাইয়েরর কাজ সফলভাবে এগিয়ে নিচ্ছে শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের অঙ্গ প্রতিষ্ঠান প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল)।
মূল সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক ১৫ কিলোমিটার। দুই প্রান্তে ঢালু উড়ালপথের মাধ্যমে মূল সেতুকে মাটির সঙ্গে যুক্ত করা হয়েছে। এ উড়ালপথের দৈর্ঘ্য তিন দশমিক ৬৮ কিলোমিটার। সবমিলিয়ে মোট নয় দশমিক ৮৩ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর পিচ ঢালাইয়ের কাজটি করছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল’র অঙ্গ প্রতিষ্ঠান প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল)। আগামী ২০ এপ্রিলের মধ্যে এ কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।