হিলি স্থলবন্দরে ফের আমদানি-রপ্তানি স্বাভাবিক
মহান স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে টানা দুদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে।
রোববার দুপুর ১২টার পর থেকে ভারতের পণ্য আমদানিসহ সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন।
তিনি জানান, শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সব বিভাগ ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল।
রোববার দুপুর ১২টার পর থেকে ভারত থেকে পণ্য আমদানি শুরু হয়েছে।