বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত
নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারতের মেয়েরা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৪ রান করে ভারত। জবাবে খেলতে নেমে শেষ বলে জিতেছে প্রোটিয়ারা।
ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে শুভ সূচনা পায় ভারত। শ্রীমতি মান্ধানা এবং শেফালি বার্মা মিলে তুলেন ৯১ রান। দুজনই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন। ৪৬ বলে ৫৩ রানে শেফালি এবং ৮৪ বলে ৭১ রানে মান্ধানা আউট হন।
আর পরের উইকেটে খেলতে নেমে ২ রান করে ইয়াসতিকা ভাটিয়া। চতুর্থ উইকেটে অধিনায়ক মিতালি রাজ এবং হার্মানপ্রিত কৌর মিলে দলীয় স্কোরটা বড় করতে থাকেন। ৫৭ বলে ৪৮ রানে কৌর এবং ফিফটি পূর্ণ করার পর ৬৮ রানে আউট হন মিতালি রাজ। এছাড়া ৩ রানে পূজা ও ৮ রানে রিচা আউট হন। আর ১ রানে স্নেহা ও ২ রানে দীপ্তি শর্মা অপরাজিত থাকেন।