ভোর রাতে বসছে অস্কার আসর
সমকাল
প্রকাশিত: ২৭ মার্চ ২০২২, ১৭:৩৪
অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডকে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রধান উৎসব হিসেবে আখ্যায়িত করা হয়। আজ রাতে লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় ভোর ছয়টায় বসছে ৯৪তম আসরটি। ২৩টি ক্যাটাগরিতে অস্কার ঘোষণা করা হলেও সবচেয়ে আলোচনার জন্ম দেয় বেস্ট পিকচার, বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাকট্রেস ও বেস্ট ডিরেক্টর- এই চার ক্যাটাগরি।
অস্কার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেল। বাংলাদেশের দর্শকরা অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন স্টার ওয়ার্ল্ড ও স্টার মুভিজ চ্যানেলে। এছাড়া হটস্টারেও সরাসরি দেখানো হবে অনুষ্ঠানটি। অনুষ্ঠান চলাকালে বিজয়ীদের নাম জানানো হবে টুইটারে।