![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/03/27/19e72155b663594257ca3cfd03f06abe-623fd4130af5c.jpg)
মুখ যে রোগের কথা বলে
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৭ মার্চ ২০২২, ১৭:২৯
হাতের রেখা দেখে ভাগ্য বোঝা যাক আর না-ই যাক, মুখ দেখে অভিজ্ঞ চিকিৎসক ঠিকই চিনে নেবেন অসুখ। আপনিও পারবেন নিজের অসুখ চিনতে। আয়নায় বারবার নিজের মুখ দেখেন। এবার নিজের মুখ সূক্ষ্মভাবে দেখুন, পাবেন স্বাস্থ্যের শুলুক-সন্ধান।
হলুদ হলো চোখ ও ত্বক
হয়েছে জন্ডিস। রক্তের হিমোগ্লোবিন গেছে ভেঙে আর বেরোল এই রঞ্জক বিলিরুবিন। এভাবে হলদে হলো সব। অনেক সময় শিশু ৩৮ সপ্তাহের আগে জন্মালে তার গা হতে পারে হলুদ। তবে এটি স্বাভাবিক। এদের লিভার সে সময় পরিপক্ব হয় না। তবে পূর্ণ বয়স্কদের ক্ষেত্রে চোখ আর ত্বক হলুদ হতে পারে রোগের চিহ্ন। হতে পারে হেপাটাইটিস ভাইরাস সংক্রমণ আর লিভার ও পিত্তথলি এবং অগ্ন্যাশয়ের কোনো সমস্যা।