কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মানুষে কোভিড সংক্রমণ রুখতে পারে উট, ভেড়ার অ্যান্টিবডি, টিকা বানানো কি সহজতর হতে পারে?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৭ মার্চ ২০২২, ১৬:৪৫

মানুষের দেহে সার্স-কোভ-২ ভাইরাসের প্রায় সবক’টি রূপ বা প্রজাতির সংক্রমণই রুখে দিতে পারে শিশু উটের দেহে থাকা বিশেষ কয়েক ধরনের অ্যান্টিবডি। পারে এক ধরনের ভেড়ার দেহে থাকা কয়েকটি অ্যান্টিবডিও। শুধু তাই নয়, করোনাভাইরাসের রূপগুলিকে রোখার ব্যাপারে মানুষের দেহের অ্যান্টিবডিগুলির তুলনায় বেশি দক্ষ শিশু উট আর ভেড়ার দেহের অ্যান্টিবডিগুলি।


শত্রু চিনতে তাদের মানুষের অ্যান্টিবডিগুলির মতো অতটা ভুলচুক হয় না। শত্রুকে তারা একই সঙ্গে অনেক দিক থেকে ঘিরে আর বেঁধে ফেলতে পারে। মানুষের অ্যান্টিবডিগুলি ততটা পারে না। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের দু’টি গবেষণা এই অবাক করা খবর দিয়েছে। একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘নেচার কমিউনিকেশন্স’-এ। অন্যটি, আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ। শনিবার। যে কোনও সংক্রমণেরই ওষুধ বা টিকা তৈরির কাজটা দুরূহ হয় তা কী ভাবে মানুষের দেহের অ্যান্টিবডিগুলিকে জাগিয়ে তুলবে কত তাড়াতাড়ি নতুন নতুন শক্তিশালী অ্যান্টিবডি হানাদারদের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি করতে পারবে তার উপায় খোঁজার জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও