কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘ইউক্রেনের পক্ষে ভোট দেওয়ায় রূপপুর প্রকল্পে প্রভাব পড়বে না’

ঢাকা টাইমস ফরেন সার্ভিস একাডেমি প্রকাশিত: ২৬ মার্চ ২০২২, ১৩:০৪

জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেন ইস্যুতে সর্বশেষ একটি ভোটাভুটিতে দেশটির পক্ষে ভোট দেওয়ায় পাবনার রূপপুরে রাশিয়ার অর্থায়ন ও প্রযুক্তিতে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, যথা সময়ে এ প্রকল্পের কাজ শেষ হবে।


শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


এর আগে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্রমন্ত্রী।


এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্প্রতি ইউক্রেনের পক্ষে বাংলাদেশের ভোট দেয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে আমরা যেমন ঘর-বাড়ি ছেড়েছিলাম, এখন ইউক্রেনের সাধারণ মানুষও জীবন বাঁচাতে ঘর-বাড়ি ছাড়ছেন। তাই আমরা মানবিক কারণে জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছি। কোনো ধরনের চাপে নয়।’


গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে এখন পর্যন্ত দুই পক্ষেরই বহু মানুষ হতাহত হয়েছেন। প্রতিক্রিয়ায় মস্কোর 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও