কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কম বয়সেও বাড়ছে অস্টিওআর্থ্রাইটিস! লক্ষণ জানুন

eisamay.com প্রকাশিত: ২৫ মার্চ ২০২২, ২০:০৫

অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis) হল ডিজেনারেটিভ বোন ডিজিজ। অর্থাৎ এই রোগে আক্রান্ত মানুষের জয়েন্টে মূলত সমস্যা দেখা দেয়। এই রোগে আক্রান্ত হলে জয়েন্টে ভীষণ ব্য়থা হয়। ব্যক্তিকে সাধারণ কাজকর্ম করতেও বেগ পেতে হয়। এবার অস্টিওআর্থ্রাইটিস সাধারণত বয়সকালেই দেখা যেত। তবে এখন সেই বয়সের বাঁধনে আর এই সমস্যাকে আটকে রাখা যাচ্ছে না। কারণ কম বয়সেও দেখা দিচ্ছে এই রোগ।


আসলে আমাদের দুটি হাড়কে ঘিরে থাকে একটি কার্টিলেজ (Cartilage)। এবার বয়সের সঙ্গে এই কার্টিলেজে নানা কারণে ক্ষয় ধরে। এবার কার্টিলেজের এই ক্ষয়ের সমস্যাকেই বলে অস্টিওআর্থ্রাইটিস। হাত, পা সহ শরীরের নানা জায়গায় দেখা দিতে পারে এই সমস্যা।


বিশেষজ্ঞরা বলছেন, আগে বেশিরভাগ সময়ই এই রোগ ৫৫ থেকে ৬০ বছর বয়সিদের মধ্যে দেখা দিত। তবে এখন আর এই হিসাব চলছে না। বর্তমানে ৩৫ থেকে ৪৫ বছর বয়সেও মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। ফলে দেখা দিচ্ছে সমস্যা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও