ব্যয় কমাচ্ছেন ভোক্তারা, ঝুঁকিতে অর্থনৈতিক পুনরুদ্ধার
আয়ের তুলনায় নিত্যপণ্যের ক্রমবর্ধমান চড়া দামের সাথে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হয়ে, ভোক্তারা এখন তাদের ব্যয় কমাচ্ছে। ফলে মহামারি সৃষ্ট মন্দা থেকে দেশের ভি- আকৃতির অর্থনৈতিক পুনরূদ্ধার নতুন প্রতিকূলতার মুখে পড়েছে।
বাড়তি মূল্যের এই যন্ত্রণা বিশেষ করে, সীমিত আয়ের লোকেরা এমন মাত্রায় অনুভব করছে- যা আগে কখনো করেনি। প্রায় সমস্ত দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে তারা বাধ্য হচ্ছে, স্বাভাবিক কেনাকাটা কমাতে এবং সেগুলোর সস্তা বিকল্প সন্ধানে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে চাল, আটা, ডাল, তেল, মাছ, মাংস, শাকসবজি, সাবান ও দুধের দাম ১২ শতাংশ বেড়েছে।