কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সম্পৃক্ততা খুঁজছে দুদক

বাংলা ট্রিবিউন বাংলাদেশ ব্যাংক প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ১৯:৩৬

আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের আড়াই হাজার কোটি টাকা পাচার কাণ্ডে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশ খুঁজছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির যুগ্ম পরিচালক ও উপ-পরিচালক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে এই সংস্থা। বৃহস্পতিবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর এবং নির্বাহী পরিচালক শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত নোটিশ পাঠানো হয়েছে। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের মাধ্যমে ইন্টারন্যাশনাল লিজিং থেকে আড়াই হাজার কেটি লুটপাটের ঘটনায় এসকে সুর এবং শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের। আগামী ২৯ মার্চ দুই জনকেই সশরীরে দুদক কার্যালয়ে হাজির হয়ে নিজেদের বক্তব্য দিতে বলা হয়েছে।


সূত্র জানায়, ইন্টারন্যাশনাল লিজিং থেকে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে যে প্রক্রিয়ায় ঋণ নিয়ে পাচার করা হয়েছে সেটি দেখভাল করার দায়িত্ব ছিল বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের। ইন্টারন্যাশনাল লিজিং থেকে অর্থপাচারের সময় শাহ আলম বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এস কে সুর ছিলেন ডেপুটি গভর্নর। ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হক গ্রেফতার হওয়ার পর গত বছরের জানুয়ারিতে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে এসকে সুর ও শাহ আলমের নাম বলেছিল। নামস্বর্বস্ব ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার নামে তারা নিয়মিত এসকে সুর চৌধুরী এবং শাহ আলমকে ঘুষ দিতেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও