কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফেরি সংকটে পারাপারের অপেক্ষায় যানবাহনের সারি, পরীক্ষার্থীদের ভোগান্তি

যুগান্তর দৌলতদিয়া লঞ্চ ঘাট, রাজবাড়ী প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ১৭:২৮

ফেরি সংকটের কারণে পদ্মা নদী পাড়ের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে যানবাহনের সারি। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়াঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ পর্যন্ত ২৪ ঘণ্টা অপেক্ষা করেও ট্রাক ও যানবাহনের চালকরা দেখা পাচ্ছেন না কাঙ্ক্ষিত ফেরির।


ফলে মানবেতর জীবনযাপন করছেন এ সকল যানবাহনের চালক ও সহকারিরা। সেইসঙ্গে গোয়ালন্দ থেকে রাজবাড়ীতে যাওয়া অনার্স থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যেতে মহাসড়কের যানযটে চরম ভোগান্তি পোহাচ্ছেন।


পরীক্ষার্থী আশিক মাহমুদ বলেন, সকাল ১০টার দিকে গোয়ালন্দ বাজার বাসষ্ট্যান্ড থেকে পরীক্ষা দিতে রাজবাড়ীতে যাওয়ার জন্য মহাসড়কে মাহেন্দ্রেতে ১০ জন পরীক্ষার্থী আটকে আছি। যানজট থাকায় সময়মতো পরীক্ষা দিতে পারবো কিনা বলে সংশয় প্রকাশ করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও