‘কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের তুলনায় ৫০ গুণ বেশি ক্ষতি হয়েছে মুসলিমদের’
'দ্য কাশ্মীর ফাইলস'কে কাল্পনিক কাজ বলে অভিহিত করেছেন জম্মু-কাশ্মীর পিপলস কনফারেন্সের সভাপতি সাজ্জাদ লোন। তিনি বলেছেন, কাশ্মীরি মুসলিমরা পণ্ডিতদের তুলনায় ৫০ গুণ বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে।
ছবিটির নির্মাতারা দেশকে ঘৃণার মধ্যে ডুবিয়ে দেবে। খবর হিন্দুস্তান টাইমসের। প্রতিবেদনে বলা হয়, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী সাজ্জাদ লোন বলেছেন, ‘কাশ্মীরি পণ্ডিতদের প্রতি অবিচারের বিষয়ে কোনো সন্দেহ নেই। কাশ্মীরি মুসলিমরা পণ্ডিতদের চেয়ে ৫০ গুণ বেশি নিপীড়নের শিকার হয়েছে। আপনি শুধুমাত্র একটি সম্প্রদায়ের বেদনাকে নথিভুক্ত করতে পারেন না। আমরা সবাই এতে একসঙ্গে আছি।
আমি আমার নিজের বাবাকে হারিয়েছি।’ সাজ্জাদ লোন আরও বলেন, ১৯৯০-এর দশকে কাশ্মীরি মুসলিমরা পণ্ডিতদের মতো অসহায় ছিল। তিনি বলেন, ‘এখানে প্রত্যেকেই হয়রানির সম্মুখীন হয়েছে, যদিও তারা (চলচ্চিত্র নির্মাতারা) অতিরঞ্জিত করেছে। তারা জানে না যে পণ্ডিতরা এখনও আমাদের সাথে বসবাস করছেন। তারা কী তাদের কথা ভেবেছেন? তারা আমাদের ভাই।