সাঙ্গাকারাকে ছাড়িয়ে স্মিথের রেকর্ড
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ১৫:৫৬
হাসান আলির বলে দুর্দান্ত ড্রাইভে বল ছুটে গেল সীমানায়। ওই বাউন্ডারিতে স্টিভেন স্মিথ পৌঁছে গেলেন ইতিহাসের ঠিকানায়। দারুণ ওই শটে টেস্টে ৮ হাজার রান পূর্ণ হলো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের। মাইলফলক স্পর্শ করলেন তিনি বিশ্বরেকর্ড গড়ে।
পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্টের চতুর্থ দিনে বৃহস্পতিবার নতুন এই উচ্চতা পা রাখেন স্মিথ। ৮ হাজার থেকে ৬৬ রানের দূরত্বে তিনি শুরু করেন এই ম্যাচ। প্রথম ইনিংসে আউট হন ৫৯ রান করে। দ্বিতীয় ইনিংসে বাকি পথটুকু পাড়ি দেন অনায়াসেই।
১৫১ ইনিংস খেলে ৮ হাজার পূর্ণ করলেন স্মিথ, টেস্ট ইতিহাসে তিনিই দ্রুততম। ৩২ বছর বয়সী ব্যাটসম্যান ছাড়িয়ে গেলেন কুমার সাঙ্গাকারার প্রায় এক যুগ পুরনো রেকর্ড।
- ট্যাগ:
- খেলা
- রেকর্ড
- ক্রিকেটার
- কুমার সাঙ্গাকারা