গরমে নবজাতকের গায়ে র‍্যাশ হলে যা করবেন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ১৩:১২

গরমের এই সময়টাতে নবজাতকের মাথায়, গালে এবং শরীরের আরও কিছু অংশে র‍্যাশ হতে পারে। অনেক সময় অভিভাবকেরা এই র‍্যাশকে ঘামাচি ভেবে ভুল করে থাকেন। কিন্তু এগুলো মোটেই ঘামাচি নয়। এই র‍্যাশ নবজাতকের জন্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। তার আরামের জন্য আপনাকে করতে হবে কিছু কাজ। জেনে নিন সেগুলো কী-


সুতির পোশাক পরান


নবজাতককে সুতির হালকা ধরনের পোশাক পরান। এই গরমে সুতির বদলে অন্য কোনো কাপড়ের পোশাক পরালে শিশুর জন্য সেটি বেশ অস্বস্তিদায়ক হবে। সেইসঙ্গে বাড়বে র‍্যাশের প্রবণতা। এছাড়াও শিশুকে দীর্ঘ সময় ডায়াপার পরিয়ে রাখবেন না। এতে তার কুঁচকি-সহ সংলগ্ন অংশে হিট র‍্যাশ বাড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও