চট্টগ্রামে এক বছরে যক্ষা শনাক্ত বেড়েছে ৪৮%

বিডি নিউজ ২৪ চট্টগ্রাম প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ১১:১৪

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় চট্টগ্রামে যক্ষা নির্ণয়ের পরীক্ষা বাড়ার পাশাপাশি শনাক্ত রোগীর সংখ্যাও আগের বছরের তুলনায় প্রায় ৪৮ শতাংশ বেড়েছে।


জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে ২০২১ সালে যক্ষা  রোগী শনাক্ত হয়েছেন ২০৮৫৭ জন। এটা আগের বছরের তুলনায় ৬৭৪১ জন বা ৪৭ দশমিক ৭৫ শতাংশ বেশি।


তবে যক্ষা নির্ণয়ের পরীক্ষার কারণে শনাক্তের হার বাড়ায় চিকিৎসা গ্রহণকারীর সংখ্যা বাড়বে এবং সংক্রমণ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এজন্য রোগীদের পুরো চিকিৎসা শেষ করার পরমার্শ তাদের।


‘বিনিয়োগ করি যক্ষা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে’ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার বিশ্ব যক্ষা দিবস পালিত হচ্ছে।


চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে ২০২১ সালে জেলায় মোট যক্ষা রোগী শনাক্ত হয়েছে ২০ হাজার ৮৫৭ জন। এর মধ্যে ক্যাটাগরি-১ রোগী ১৯ হাজার ৮৬৯ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও