বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে

প্রথম আলো প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ২২:৫৪

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেছেন ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্র ও নিরাপত্তাবিষয়ক জ্যেষ্ঠ প্রতিনিধি জোসেফ বোরেল। তিনি বলেছেন, মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে নাগরিক ও রাজনৈতিক অধিকারচর্চার ক্ষেত্র সংকুচিত হওয়ায় উদ্বেগ বেড়েই চলেছে।


মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভান স্তেফানিৎসের চিঠির জবাব দিতে গিয়ে জোসেফ বোরেল বাংলাদেশ সম্পর্কে এই মনোভাব প্রকাশ করেছেন। র‌্যাব ও এর সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর এ বছরের জানুয়ারিতে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে একই রকমের ব্যবস্থা চেয়ে জোসেফ বোরেলের কাছে ইভান স্তেফানিৎস চিঠি লেখেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বাংলাদেশ পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও