জি২০ থেকে রাশিয়াকে বহিষ্কারের অধিকার কারও নেই: চীন
ইউক্রেনে আগ্রাসনের পরও শীর্ষ অর্থনীতির দেশগুলোর সংগঠন জি২০-তে রাশিয়াকে রাখা উচিত হবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা। এ প্রশ্নে রাশিয়ার প্রতি সমর্থন জানিয়ে চীন বলেছে, জি২০ এর কোনো সদস্যের অন্য দেশকে বহিষ্কার করার অধিকার নেই।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন আজ বুধবার সাংবাদিকদের এ কথা বলেন বলে জানিয়েছে সিএনএন।
ওয়াং ওয়েনবিন বলেন, 'রাশিয়া জি২০-এর গুরুত্বপূর্ণ সদস্য। জি২০-এর মাধ্যমে বিশ্বের যেসব প্রধান অর্থনীতিকে একত্রিত করা হয়েছে, রাশিয়া তার মধ্যে একটি।'
'জি২০-এর উচিত সত্যিকারের বহুপাক্ষিকতা চর্চা করা এবং সংহতি ও সহযোগিতা জোরদার করা', যোগ করেন ওয়াং।