দাঁতের অসহ্য যন্ত্রণা সারাতে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ১০:৫৯

হঠাৎ করেই দাঁতের অসহ্য যন্ত্রণায় কাতরান অনেকেই। যদিও দাঁতে ব্যথা হওয়ার অনেক কারণ থাকতে পারে। ক্যাভিটি থেকে শুরু করে বিভিন্ন গুরুতর সমস্যার কারণে দাঁতে যন্ত্রণা হতে পারে।


আসলে দাঁতের ব্যথা নিয়ে মানুষ সমস্যায় পড়লেও তেমন একটা গুরুত্ব দেন না। বরং ব্যথা কমাতে পেইনকিলারের সাহায্য নেন। তবে বারবার পেইকিলার খেলে দেখা দিতে পারে এর পার্শ্ব-প্রতিক্রিয়াও।


তার চেয়ে ঘরোয়া উপায়েই দাঁতের যন্ত্রণা কমাতে পারেন। তাও আবার হাতের কাছে থাকা উপকরণ দিয়েই। চলুন তবে জেনে নেওয়া যাক দাঁতের অসহ্য যন্ত্রণা সারাতে কী করবেন-


>> হালকা গরম লবণ পানিতে কুলকুচি করলে মুখের স্বাস্থ্যের উন্নতি ঘটে। লবণ পানিতে এমন কিছু গুণ আছে যা প্রদাহ কমাতে সাহায্য করে।


>> হাইড্রোজেন পারঅক্সাইড দিয়েও কুলকুচি করলে সুফল মিলবে। হাইড্রোজন পারআক্সাইড ব্যথা ও প্রদাহ দুটোই কমাতে পারে। এমনকি এটি ব্যাকটেরিয়াও ধ্বংস করে মুহূর্তেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও