স্বাক্ষর ভাইরাল, সজারু নাকি ময়ূর?

কালের কণ্ঠ গুয়াহাটি প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ০৯:১৮

বহু মানুষের বহু রকম স্বাক্ষর দেখা যায়। স্বাক্ষর যেন কেউ নকল করতে না পারে, সেজন্য অনেকেই নিজের স্বাক্ষরে ভিন্নতা রাখার চেষ্টা করেন। অনেকেই চেষ্টা করেন, তিনি ছাড়া আর কেউ যেন স্বাক্ষরটি করতে না পারে।


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্বাক্ষর ভাইরাল হয়েছে। তা নিয়ে মিমের বন্যা বইছে। কেউ রসিকতা করে বলেছেন, স্বাক্ষরকারী হয়তো সজারু আঁকতে চেয়েছিলেন। আবার অনেকেই এই স্বাক্ষরের সঙ্গে পেখম মেলা ময়ূরের সাদৃশ্য খুঁজে পাচ্ছেন।


স্বাক্ষরটি ভারতের গুয়াহাটি মেডিক্যাল কলেজের অস্থি বিভাগের রেজিস্ট্রারের বলে দাবি করা হচ্ছে। রমেশ নামে এক টুইটার ব্যবহারকারী এই স্বাক্ষরটি শেয়ার করেছেন।  


সেই সঙ্গে তিনি লিখেছেন, আমি অনেক ধরনের স্বাক্ষর দেখেছি। কিন্তু এটি সর্বশ্রেষ্ঠ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে