মিয়ানমারের তালিকা শুভঙ্করের ফাঁকি
৭০০ রোহিঙ্গা তালিকা পাঠিয়ে তাদের ফিরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছে মিয়ানমার। অথচ ওই তালিকাটিই শুভঙ্করের ফাঁকি। কারো বাবা তালিকায় আছে স্ত্রী তালিকায় নেই। আবার কারও সন্তানদের নাম তালিকায় নেই।
পুরো পরিবারকে না নিয়ে পরিবারের এক-দু’জন সদস্যের নাম ওই তালিকায় কার্যত পরিবারগুলোকে আরো ভাঙার চেষ্টা করছে মিয়ানমার।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেছেন, ‘পরিবারগুলো বিভক্ত করে ফেলেছে মিয়ানমার। ওই ৭০০ জন রোহিঙ্গা তো যাবেই না। তাদের যাওয়ার জন্য অনুরোধ করাও কঠিন হবে। আমরা মিয়ানমারকে আরো সংবেদনশীল হতে বলেছি। ’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সদিচ্ছার অভাব আছে। দূরভিসন্ধি আছে। ওই তালিকা শুভঙ্করের ফাঁকি। এমনভাবে তালিকা তৈরি করেছে যাতে কেউ না যায়। ’
মন্ত্রী বলেন, ‘আমরা মিয়ানমারকে বলেছি, রোহিঙ্গা পরিবারকে বা গ্রামকে ভাগ করবেন না। যারা যে গ্রামে আছে সে অনুযায়ী নিয়ে যান। পরিবার পুরো না গেলে স্বেচ্ছায় যাবে না। ’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার প্রথমে বলেছিল ১১ হাজার নেবে। এরপর কমিয়ে কমিয়ে তা ৭০০ করেছে। তালিকাটি অনেক ত্রুটিপূর্ণ। বাংলাদেশ জোরকরে কাউকে ফেরত পাঠাবে না।