You have reached your daily news limit

Please log in to continue


বাজারে অ্যামোলেড ডিসপ্লের রেডমি নোট-১১, দাম ১৬ হাজার

আকর্ষণীয় ফিচারের সঙ্গে বাজারে নতুন ফোন আনল শীর্ষ গ্লোবাল স্মার্টফোন কোম্পানি শাওমি। বাংলাদেশে তৈরি নোট সিরিজের প্রথম স্মার্টফোন রেডমি নোট-১১ নামের এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে শাওমি তাদের ‘মেইক ইন বাংলাদেশ’ যাত্রাকে আরও শক্তিশালী করল। সোমবার (২২ মার্চ) থেকে ফোনটি দেশের সব অথরাইজড শাওমি স্টোরে পাওয়া যাচ্ছে।

শাওমি জানায়, ফোনটিতে থাকছে শক্তিশালী আপগ্রেড ক্যামেরা সিস্টেম, চার্জিং স্পিড, ডিসপ্লে এবং এসওসি, যা ফোনটিকে দেবে আগের একই পর্যায়ের ফোনের চেয়ে বেশি ও ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘অত্যাধুনিক ফিচার দিয়ে বাংলাদেশের বাজারে স্মার্টফোন আনতে পেরে শাওমি গর্বিত, সেরা দামে সেরা ফোন আনতে আমরা সর্বদাই বদ্ধ পরিকর। ফ্যানদের কথা মাথায় রেখেই বাংলাদেশে আমরা রেডমি নোট-১১ উন্মোচন করেছি, ‘মেক ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে এটি দেশে তৈরি রেডমি নোট সিরিজের প্রথম ফোন। ৯০ হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে শক্তিশালী হার্ডওয়্যার এবং দীর্ঘস্থায়ী ৫০০০ এমএএইচের ব্যাটারি দেবে স্মুথ পারফরম্যান্স ও আরামদায়ক দেখার অভিজ্ঞতা। এটি তরুণদের কাছে দারুণ জনপ্রিয় হ্যান্ডসেট হবে বলে আমরা আশাবাদী।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন