কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


Summer care tips: এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখবেন কোন উপায়ে

তাপমাত্রা বাড়ছে চড়চড়িয়ে। আগামী দিনে পরিস্থিতি কতটা অস্বস্থিকর হতে চলেছে সেই আঁচ এখন থেকেই পাওয়া যাচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র বন্ধ করে দিলেই গরমে হাসফাঁস অবস্থা। দীর্ঘ ক্ষণ এসিতে থাকা স্বাস্থ্যের পক্ষে মোটেও ভাল নয়। চিকিৎসকরা অহরহ এ বিষয়ে সাবধান করছেন। তা হলে উপায় কী? এসি থাকুক বা না থাকুক, কিছু কৌশল মানলেই ঘর ঠান্ডা রাখা সম্ভব। রইল তারই হদিশ। ১) এলইডি বাল্ব ব্যবহার করুন: সাধারণ টিউব লাইট-এ ঘর বেশি গরম হয়। সম্ভব হলে কম আলোর এলইডি ব্যবহার করুন।

এতে আপনার ঘর ঠান্ডা থাকবে। দিনেরবেলা খুব প্রয়োজন না হলে অযথা আলো জ্বালিয়ে রাখবেন না।২) গাঢ় রঙের পর্দা ব্যবহার করুন: গরমের দিনে ঘরের অন্দরসজ্জায় সামান্য পরিবর্তন আনলেই তাপদাহ থেকে স্বস্তি পাওয়া সম্ভব। ঘরে গাঢ় রঙের পর্দা ব্যবহার করতে পারেন। হালকা রঙের পর্দায় ঘর বেশি গরম হয়ে যায়।৩) খেসের পর্দা ব্যবহার করুন: জানলায় বা বারান্দায় ব্যবহার করুন খেসের পর্দা। খেস তাপ আটকাতে সক্ষম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন