কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


গ্রিন-ক্যারির নৈপুণ্যে বড় স্কোরের দিকে অস্ট্রেলিয়া

স্বাগতিক পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন চলছে আজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী এই টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে অস্ট্রেলিয়া।

৫ উইকেটে ২৩২ রান নিয়ে অস্ট্রেলিয়া আজ দিনের খেলা শুরু করে। আগের দিনের অপরাজিত থাকা দুই ব্যাটার ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি স্বাচ্ছন্দে খেলতে থাকেন।

ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ১৩৫ রানের জুটি। দলীয় ৩৪১ রানে ক্যারিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন পাক স্পিনার নোমান আলী। সাজঘরে ফেরার আগে ক্যারি খেলেছেন ১০৫ বলে ৬৭ রানের ইনিংস।  

ক্যারি ফিরে গেলেও অটল আছেন গ্রিন। প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ৩৫৩ রান। ক্যামেরন গ্রিন ৭৯ ও মিচেল স্টার্ক ৩ রানে ব্যাট করছেন। পাকিস্তানের পক্ষে শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ এখন পর্যন্ত দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া নোমান আলী ও সাজিদ খান পেয়েছেন একটি করে উইকেট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন