সিরাজগঞ্জ আদালতের ৬০০ গুরুত্বপূর্ণ নথি চুরি
সিরাজগঞ্জ আদালতের কৌঁসুলিদের কক্ষের তালা ভেঙে প্রায় ৬০০ গুরুত্বপূর্ণ নথি ও পুরনো ডায়েরি চুরি করেছে দুর্বত্তরা বলে অভিযোগ উঠেছে।
আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল ওয়াহাব সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন।
তিনি বলেন, পুরাতন কালেক্টরেট ভবনে ভিপি কৌঁসুলিদের কক্ষের কয়েকটি আলমারিতে গুরুত্বপূর্ণ মামলার ফাইল ও পুরনো ডায়েরি রক্ষিত ছিল। শনিবার (১৯ মার্চ) ও রোববার (২০ মার্চ) পর পর দু’দিন রাতে ওই কক্ষের তালা ভেঙে আমার এবং এজিপি অ্যাডভোকেট বরাত আলী ও এজিপি অ্যাডভোকেট আব্দুল আজিজের প্রত্যেকের প্রায় ৬০০ মামলার কোর্ট ফাইল চুরি হয়ে গেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আদালত
- চুরি
- মামলার নথিপত্র