![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/03/22/113655kalerkantho_pic.jpg)
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: আরো দুজনের লাশ উদ্ধার, মৃত বেড়ে ১০
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় আরো দুজনের লাশ উদ্ধার হয়েছে। এরমধ্যে একজন শিশু ও একজন পুরুষ রয়েছেন।
আজ মঙ্গলবার (২২ মার্চ) সকালে দুর্ঘটনাস্থলের কিছুটা দূরে ভিন্ন ভিন্ন জায়গা থেকে এ দুইজনের লাশ উদ্ধার করে পুলিশ। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন দুইজন।
উদ্ধার হওয়া দুইজনের মধ্যে একজনের নাম যাবের (৩০)। আরেক জনের নাম আরোহী। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার কাজী সিরাজ।