নিয়ম যেন সবার জন্য প্রযোজ্য হয়, তাসকিন ইস্যুতে মাশরাফী

এনটিভি প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ০৮:৫০

মার্ক উডের চোটের সুবাদে প্রথমবার আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলের খেলা থাকায় বিসিবির কাছ থেকে আইপিএল খেলার ছাড়পত্র পাননি তিনি। তাই আইপিএল খেলার স্বপ্ন পূরণ হলো না ডানহাতি পেসারের।


বোর্ডের কথা মেনে নিয়ে জাতীয় দলের হয়েই খেলবেন তাসকিন। ডানহাতি এই পেসারের পেশাদারিত্ব দেখে মুগ্ধ বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তাসকিনের প্রশংসা করার সঙ্গে সঙ্গে মাশরাফী আহ্বান জানালেন, সবার জন্য যেন একই নিয়ম প্রযোজ্য হয়।


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাশরাফী লিখেছেন, ‘সিদ্ধান্ত বোর্ড নিক বা তাসকিন, অবশ্যই সিদ্ধান্তটি পজিটিভ মনে হয়েছে। কারণ দেশের ক্রিকেটের কমিটমেন্ট সবার আগেই হওয়া উচিত। যদিও পৃথিবী চলছে বিপরীত মুখি এবং তার পক্ষে বা বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়ে দেয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও