![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021November/FDC-2203210926.jpg)
শেষবারের মতো এফডিসিতে এলেন আজিজুর রহমান
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ১৫:২৬
শেষবারের মতো এফডিসিতে এলেন বহুল আলোচিত ‘ছুটির ঘণ্টা’র চলচ্চিত্রের নির্মাতা আজিজুর রহমান। তবে এলেন কফিনবন্দি হয়ে। এসে আবার চলেও গেলেন। সেই যাওয়াটা হলো চিরতরে। তার আগে ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় গুণী এই নির্মাতাকে বিদায় জানান প্রযোজক, পরিচালক, অভিনয়শিল্পীসহ চলচ্চিত্র অঙ্গনের নানা পেশার মানুষ।
রোববার রাত ৮টার দিকে আজিজুর রহমানের মরদেহ এফডিসি প্রাঙ্গণে নেওয়া হয়। এশার নামাজের পর এফডিসিতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
- ট্যাগ:
- বিনোদন
- জানাজা
- স ম আজিজুর রহমান