You have reached your daily news limit

Please log in to continue


সন্ধ্যার পর ঝটপট নাস্তা

আমাদের প্রতিদিনের কাজ শেষে বাড়ি ফেরা, এর পর পরিবারের সব সদস্য একসঙ্গে বসে নাস্তার আয়োজন করা, এসব যেন নিত্যদিনের চিত্র। তবে নাস্তা করার চল এখন অনেকটাই কমে গেছে। আমাদের এখন ব্যস্ততম সময় পার করতে হয়। টিউশন, চাকরিজীবীদের অফিস শেষ করে বাসায় ফিরতে সন্ধ্যাও পার হয়ে যায়। কারণ নাগরিক ভিড় পার করতে নির্দিষ্ট সময়ে ঘরে ফেরা সম্ভব হয়ে ওঠে না।। তারপরও বাসা-বাড়িতে সন্ধ্যার নাস্তা হবে না, তা কেমন করে হয়। নাস্তায় স্ন্যাকস, ভাজাপোড়া, মিষ্টি মিঠাই এবং তার সঙ্গে ঘরে বানানো বিভিন্ন আয়োজন থাকতে পারে। মূল অনুষঙ্গ চা বা কফি থাকবেই।

প্রতিদিনের নাস্তার যোগান নিয়ে অনেকে ভাবেন। কারণ একঘেয়েমি নাস্তা ভালো লাগে না। এর জন্য বৈচিত্র্য আনতে হবে সন্ধ্যার নাস্তায়। আপনার পছন্দমত ঝটপট মজাদার নাস্তা বানিয়ে ফেলুন। মাথায় রাখতে হবে বয়সের বিষয়টি অতিব গুরুত্বপূর্র্ণ। কাজ শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পর স্বাস্থ্যকর, ক্লান্তি দূর করার কোনো আইটেম রাখা জরুরি। যেমন বিভিন্ন ফলের জুস, নুডুলস, পাস্তা, ফিরনি, স্যান্ডউউচ, সেমাই ঘরে বানিয়ে রাখতে পারেন। মাঝে মধ্যে বাইরে থেকে ভাজাপোড়ার বিভিন্ন আইটেমও রাখুন। আবার লুচি পরোটার সঙ্গে সবজি তরকারিও রাখতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন