লঞ্চ প্যাডে এলো নাসার ‘চাঁদে যাওয়ার রকেট’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৯ মার্চ ২০২২, ২১:২৯
নাসার নতুন রকেট ‘স্পেস লঞ্চ সিস্টেম’ বা এসএলএস অবশেষে লঞ্চ প্যাডে পৌঁছেছে। এর মাধ্যমে বহুল প্রতিক্ষীত আর্টেমিস চন্দ্রাভিযানের আরও এক ধাপ কাছে পৌঁছলো নাসা।
মূল অভিযানে এসএলএস রকেটের সঙ্গে ওরিয়ন মহাকাশযানও জুড়ে দেওয়া হবে। ওই চেহারাতেই শুক্রবার ফ্লোরিডার স্থানীয় সময় ভোর ৪:১৫ মিনিটে প্রথমবারের মতো কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড ৩৯বি-তে এসএলএস পৌঁছায় বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। লঞ্চপ্যাডে রেখে বেশকিছু পরীক্ষা করবে নাসা। সেগুলো সফল হলে ফের এখান থেকে সরিয়ে নেওয়া হবে এসএলএস।
- ট্যাগ:
- প্রযুক্তি
- রকেট
- মহাকাশ
- মহাকাশ যান
- মহাকাচারী