![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Feconomy%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdreamliner-20220319181523.jpg)
ঢাকা-টরন্টো রুটে বিমানের টিকিট বিক্রি শুরু
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৬ মার্চ কানাডার টরন্টো রুটে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট শুরু করবে। এজন্য আজ (১৯ মার্চ) শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে ঢাকা-টরন্টো রুটের টিকিট বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।