![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2022%2F03%2F19%2Ffinland.jpg%3Fitok%3DcRESLQlQ)
সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, ইউক্রেন-রাশিয়ার অবস্থান কত?
টানা পঞ্চম বারের মতো বিশ্বের সুখী দেশের তালিকায় শীর্ষে নাম উঠেছে ফিনল্যান্ডের। ২০২২ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের দশম সংস্করণে ফিনল্যান্ডকে সুখীতম দেশ হিসেবে বেছে নেওয়া হয়। অন্যদিকে, বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে নাম উঠেছে আফগানিস্তানের।
দুর্নীতির মাপকাঠি, উদারপন্থি অবস্থান, জীবনযাত্রা বেছে নেওয়ার স্বাধীনতা, স্বাস্থ্যগত ও সামাজিক অবস্থান এবং মাথাপিছু আয়সহ কয়েকটি বিষয়ের ওপর ভিত্তি করে এ সুখী দেশের তালিকা করা হয়। এ তালিকায় ফিনল্যান্ডের পরেই রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস।