সিন্ডিকেটের শাস্তি ও সারা বছর রেশনিং দাবি ওয়ার্কাস পার্টির

বিডি নিউজ ২৪ চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ২০:২৮

কয়েকটি সিন্ডিকেট পণ্যের ‘দাম বাড়িয়ে’ মেহনতি মানুষের ‘পকেট কাটছে’ অভিযোগ করে তাদের শাস্তির ব্যবস্থাসহ দরিদ্র মানুষের জন্য সারা বছর ‘রেশনিং চালুর’ দাবি তুলেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।


শুক্রবার বিকালে নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে দলটির চট্টগ্রাম জেলা কমিটির আয়োজনে মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়।


জেলা কমিটির সভাপতি আবু হানিফ বলেন, “যে কোনো অজুহাতে দেশে ভোগ্যপণ্যের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। তেল, চাল, ছোলা, গমসহ বিভিন্ন পণ্যের পর্যাপ্ত মজুদ থাকার পরেও একের পর এক পণ্যের দাম বেড়েই চলেছে।


“টিসিবির ট্রাকে দীর্ঘ হচ্ছে মানুষের লাইন। একটু কম দামে পণ্য কেনার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মানুষ পণ্য নিয়ে ফিরতে পারছে না। যুদ্ধের অজুহাতে ভোগ্যপণ্যের দাম আরও কয়েক দফা বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও