মগজ যখন কুয়াশায় ঢাকা
প্রথম আলো
প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ১০:০৯
মগজ হয় কুয়াশাচ্ছন্ন, আমরা বলে থাকি ব্রেন ফগ। একে ঠিক মেডিকেল পরিস্থিতি বলা সংগত নয়। এ হলো কিছু উপসর্গ, যেগুলো আমাদের চিন্তার ক্ষমতা খর্ব করে। হতবিহ্বল, এলোমেলো ভাব, মনঃসংযোগে সমস্যা, চিন্তাকে ভাষায় প্রকাশে সমস্যা।
১. গর্ভাবস্থা: অনেক নারী গর্ভাবস্থায় অনেক কিছু স্মরণে রাখতে অসুবিধায় পড়েন। অনেক পরিবর্তন হয় শরীরে, আর যেসব রাসায়নিক উৎসারিত হয় বাচ্চাকে সুরক্ষার জন্য—এরা করতে পারে মনে রাখার সমস্যা।