কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বন্ডে প্রবাসীদের বিনিয়োগ কমেছে

প্রথম আলো প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ০৯:৩৪

দেশের বাইরে থাকা বাংলাদেশি, অর্থাৎ প্রবাসীরা সরকারের তিনটি বন্ড কেনা কমিয়ে দিয়েছেন। অন্যদিকে তাঁরা আগের চেয়ে বন্ডের অর্থ বেশি ভাঙছেন। সরকার বন্ডে বিনিয়োগের সীমা বেঁধে দেওয়ায়, নবায়নের সুবিধা উঠে যাওয়ায় এবং করোনাভাইরাসের ধাক্কায় বন্ডে প্রবাসীদের বিনিয়োগে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।


সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, করোনাভাইরাসের আগে এসব বন্ডে বিনিয়োগে ইতিবাচক প্রবণতা ছিল। তখন বিনিয়োগেও কোনো সর্বোচ্চ সীমা নির্ধারিত ছিল না। কিন্তু সরকার ২০২০ সালের ২১ ডিসেম্বর তিনটি বন্ডে প্রবাসীদের জনপ্রতি বিনিয়োগের সর্বোচ্চ সীমা ১ কোটি টাকায় বেঁধে দেয়। আবার স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগ নবায়নের সুবিধাও বন্ধ করা হয়। এর ওপর প্রবাসীদের আয়েও করোনাভাইরাসের প্রভাব পড়েছে। এই তিন কারণে তিনটি বন্ডে প্রবাসীদের বিনিয়োগ কমেছে। অন্যদিকে হাতে থাকা বন্ডগুলো ভাঙাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও