পোল্যান্ডে মিসাইল সিস্টেম ও সেনা মোতায়েন করবে যুক্তরাজ্য

এনটিভি পোল্যান্ড প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ২০:৪০

পোল্যান্ডে স্কাই সাবের মিসাইল সিস্টেম মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে সেখানে ১০০ সৈন্যও মোতায়েন করবে দেশটি।


বৃহস্পতিবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, পোল্যান্ডে ১০০ সৈন্যসহ মিসাইল সিস্টেম মোতায়েন করবে যুক্তরাজ্য।


এর আগে চলতি সপ্তাহের শুরুতে পোল্যান্ডের সীমান্তে থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে বিশাল এক ইউক্রেনিয় সামরিক ঘাঁটিতে প্রায় ৩০টি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত করে। সামরিক ঘাঁটিটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভের কেন্দ্র থেকে ৬০ কিলোমিটার দূরত্বে অবস্থিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও