বঙ্গবন্ধু সর্বজনীন ও সর্বকালীন
উৎসবমুখর আয়োজনে জাতির পিতার জন্মবার্ষিকীর উদযাপন ও আলোচনায় উঠে এসেছে- কালের বিবর্তনেও সর্বজনীন ও সর্বকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বর্ণাঢ্য শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষাসামগ্রী বিতরণসহ নানা আয়োজনে এই দিনটি উদযাপন করেছে বন্দর নগরীর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
বৃহস্পতিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও শিশু দিবসে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আলোচনাসভার আয়োজন করে নগর আওয়ামী লীগ।
সভায় নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, “বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্তা বিনিমার্ণের মূল কারিগর। তিনি বুঝেছিলেন, স্বাধীন নিজস্ব ভু-খণ্ড ছাড়া বাঙালির পরিপূর্ণ মুক্তি ও ভাগ্য পরিবর্তন হবে না।
“আমরা বঙ্গবন্ধুকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি একারণেই বলি কারণ তার জন্মের মাধ্যমেই শতবর্ষ আগে বাঙালি জাতিসত্তার ভিত্তি সোপান নির্মিত হয়েছিল এবং এটাই ইতিহাসের বাস্তবতা।”
নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, “আমরা আজ অনেকেই বঙ্গবন্ধুর জন্য মায়াকান্ন করি কিন্তু তাকে অন্তরে ধারণ করি না। আমরা একে অপরকে ঘায়েল করি এবং অহেতুক চরিত্র হরণ করি।