রুটের রান-উৎসব চলছেই
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ১৩:৪০
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটের ২০২১ সালটা দারুণ কেটেছিল। এক বর্ষপঞ্জিকায় তৃতীয় সর্বোচ্চ টেস্ট রান করেছিলেন তিনি। অ্যাশেজে খুব বেশি ভালো না খেললেও ওয়েস্ট ইন্ডিজে স্বরূপে ফিরেছেন এই ডানহাতি ব্যাটার। ক্যারিবীয়দের বিপক্ষে অ্যান্টিগার পর ব্রিজটাউন টেস্টেও হাঁকালেন শতক। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন ড্যান লরেন্স। ফলে ৩ উইকেটে ২৪৪ রান নিয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষ করেছে ইংল্যান্ড।
তৃতীয় উইকেটে লরেন্সের সঙ্গে ১৬৪ রানের জুটি গড়েন রুট। ২৫তম টেস্ট সেঞ্চুরি হাঁকানো ইংলিশ অধিনায়ক অপরাজিত আছেন ১১৯ রানে। ১৫০ বলে ৯১ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন লরেন্স। প্রথম দিনের সকালে শুরুটা দারুণ হয়েছিল উইন্ডিজের। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জ্যাক ক্রলি ৭ বলে ডাক মারেন। জেইডেন সিলসের বলে জোশুয়া ডা সিলভার ক্যাচ হন তিনি। দলীয় রান তখন ৪।
- ট্যাগ:
- খেলা
- উৎসব
- টেস্ট সিরিজ
- রানের পাহাড়
- জো রুট