![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/01/05/5a2f8321b1d9e57d006e2483e261e94c-61d59a47a233f.jpg)
সাগরে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই জেলে
মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের কাছে ফিশিং ট্রলার দুর্ঘটনার শিকার হয়ে দুই জেলে নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে জেলেরা মরদেহ দুটি মহেশখালীর জেটিঘাটে নিয়ে আসেন বলে নিশ্চিত করেছেন কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ কামাল।
নিহতরা হলেন উপজেলার কুতুবজোম ইউনিয়নের আব্দু শুক্কুরের ছেলে নেছার মিয়া (৩৭) ও আবু তাহেরের ছেলে আরিফ উল্লাহ (২৫)।