![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/03/16/1aaf1bf60c2b9f207417892a75ef697f-62317d28eabec.jpg)
উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে
‘উত্তম নিশ্চিন্তে চলে অধমের সঙ্গে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে’-পঙ্ক্তিদ্বয়ের সঙ্গে পরিচয় হয়েছিল স্কুলজীবনে, ভাবসম্প্রসারণের অনুশীলনী হিসেবে। পরে জেনেছি লাইন দুটি কবিগুরু রবীন্দ্রনাথের কণিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া।
ভাবসম্প্রসারণে কী লিখতাম এখন আর মনে নেই, নিশ্চয়ই একটা কিছু হতো, না হলে এত দূর এলাম কী করে! বিষয়টির প্রকৃষ্ট উদাহরণ ও তাৎপর্য উপলব্ধি করলাম মরহুম অধ্যাপক জামাল নজরুল ইসলাম সাহেবের সঙ্গে পরিচিত হওয়ার পর।